ফজরের দু’রাকাআত সুন্নাতের পর শয়ন করা

0
164

হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন যে রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন: তোমাদের কেউ যখন ফজরের দু’রাকাআত সুন্নত আদায় কওে নেয় তখন সে যেন ডান কাতে (কিছুক্ষণ) শুয়ে থাকে। এই বিষয়ে আয়েশা (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদিসটি হাসান; এই সনদে গারীব।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৪২০)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven + eight =