শিশুদের কখন সালাতের নির্দেশ দেওয়া হবে

0
244

হযরত সাবুরা (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন, সাত বৎসর হলে শিশুদের সালাত শিক্ষা দিবে আর দশ বৎসরের হলে এই বিষয়ে (প্রয়োজন বোধে) প্রহার করবে।

এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর (রা:) থেকেও হাদিস বর্ণিত আছে।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: সাবুরা ইবনে মা‘বাদ আল জুহানী (র:) থেকে বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

 (তিরমিযী শরীফ- হাদিস নং-৪০৭)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen + 5 =