সালাতে বেশি  হ‘ল না কম এই বিষয়ে যদি সন্দেহ হয়

0
242

হযরত ইযায ইবনে হিলাল (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: আমি আবূ সাঈদ (রা:) কে বললাম, আমাদের কারো যদি খেয়াল না থাকে যে, সে কতটুকু সালাত আদায় করল তবে সে কি করবে? তিনি বললেন: রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন, তোমাদের কারো সালাত আদায় কালে যদি কত রাকাআত পড়েছে সে খেয়াল না থাকে তবে সে (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজদা (সাহ্উ) দিবে।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ সাঈদ (রা:) বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩৯৬)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। অপরকে হাদিসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − 6 =