মৃতের পক্ষে থেকে হাজ্জ করা

0
229

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সা:) এক ব্যক্তিকে বলতে শুনলেন:“শুব্রুমার পক্ষ থেকে আমি তোমার দরবারে হাযির হয়েছি”। আল্লাহর রাসূল (সা:) জিজ্ঞেস করলেন: শুবরুমা কে? সে বললো, আমার এক নীকটাত্মীয়। তিনি বললেন: তুমি কি কখনও হজ্জ করেছ? সে বললো, না। তিনি বললেন: তাহলে এই হজ্জ তোমার নিজের পক্ষ থেকে কর, এরপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ আদায় কর।

(সুনানে ইবনে মায্াহ শরীফ- হাদিস নং-২৯০৩) আমরা আল্লাহর জন্য হজ্জ করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =