হজ্জ ফরয হওয়ার বিবিরণ

0
284

হযরত আলী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: যখন এ আয়াত নাযিল হলো- “মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহ্র উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা তার অবশ্য কর্তব্য” (৩:৯৭) তখন সাহাবীগণ জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসূল! প্রতি বছরই কি হজ্জ ফরয? তিনি নীরব ছিলেন, পুনরায় তাঁরা বলেন, প্রতি বছরই কি? তথন তিনি বলেন, না। কিন্তু আমি যদি বলতাম- হাঁ তবে ওয়াজিব হতো। অত:পর নিমোক্ত আয়াত নাযিল হয়: “হে ঈমারদানগণ? এমন বিষয়ে প্রশ্ন করো না- যা প্রকাশিত হলে তোমরা দু:খিত হবে। (৫:১০১)

(সুনানে ইবনে মায্াহ শরীফ- হাদিস নং ২৮৮৪)

আমরা আল্লাহর জন্য হজ্জ করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 2 =