ইশার পর দু’রাকাআত

0
245

হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) এর সালাত সম্পর্কে আমি আয়েশা (রা:) কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন: রাসূলুল্লাহ (সা:) যুহরের পূর্বে দুরাকাআত, এরপর দুরাকাআত, মাগরিবের পর দুরাকাআত, ইশার পর দুরাকাআত এবং ফজরের পূর্বে দুরাকাআত (সুন্নত) সালাত আদায় করতেন।

এই বিষয়ে আলী ও ইবনে উমর (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আয়েশা (রা:) থেকে আব্দুল্লাহ ইবনে শাকীক (র:)

বর্ণিত হাদীসটি হাসান ও সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৩৬)

(আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।

অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + nineteen =