সালাতুত্ তাসবীহ

0
297

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: উম্মে সুলায়ম (রা:) একবার মহানবী (সা:) থেকে ওয়াদা নিলেন। বললেন: আমাকে এমন কতগুলো কালেমা শিখিয়ে দিন যা আমি আমার নামাযে পাঠ করব। হুযূর (সা:) বললেন: দশবার আল্লাহু আকবার, দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ পাঠ করবে। পরে তোমার মন যা চায় তা আল্লাহর নিকট চাইবে। তিনি বললেন: হ্যাঁ, হ্যাঁ।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আনাস (রা:) বর্ণিত এই হাদীসটি হচ্ছে হাসান ও গরীব।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৮১)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × one =