সূর্য পশ্চিমে হেলে যাওয়ার সময় নামায আদায় করা

0
198

হযরত আব্দুল্লাহ ইবনুস্ সাইব (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: মহানবী (সা:) পশ্চিমে সূর্য হেলে যাওয়ার পর যুহরের চার রাকাআত নামায পড়তেন। তিনি বলতেন: এটা এমন একটা সময় যখন আসমানের প্রবেশদ্বারগুলো খুলে দেওয়া হয়, এই সময়ে আমার একটি নেক আমল উথিত হোক তা আমি পছন্দ করি।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন, হযরত ইবনুস্ সাইব (রা:) বর্ণিত হাদীসটি হচ্ছে হাসান ও গরীব।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৭৮)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × four =