জুমু‘আর আযান

0
346

হযরত সাইব ইবনে ইয়াযীদ (রা:) হতে বর্ণিত তিনি বলেন যে, মহানবী হযরত মুহাম্মদ (সা:) আবূ বকর ও উমর (রা:) এর যুগে ইমাম যখন (হুজরা থেকে) বের হতেন, তখন আযান হত। এরপর (খুতবা হয়ে)  নামাযের ইকামত হত। কিন্তু উছমান (রা:) এসে তৃতীয় একটি আযান ( খুতবার আযান ও ইকামতের ) অতিরিক্ত বাড়িয়ে দিলেন যা (মদীনার বাজার) যাওরায় দেয়া হত।

ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই হাদীসটি হাসান।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫১৬)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

অপরকে হাদীসের বাণী পৌছে দিবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + two =