ঈদের নামাযে শরীক হওয়ার জন্য মহিলাদের বাইরে যাওয়া

0
283

হযরত উম্মে আতিয়া (রা:) হতে বর্ণিত যে, তিনি বলেন: মহানবী(সা:) বালিকা , তরুণী, গৃহিনী, যুবতী সকল মহিলাকেই ঈদের নামাযে যাওয়ার জন্য বলতেন। তবে রজবতী মহিলারা হুযূর স্থল থেকে দূরে থাকতেন। তারা কেবল মুসলিমদের সঙ্গে দুআয় শরীক হতেন।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫৩৯)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen − twelve =