শীত ও গ্রীষ্মে কাপড়ের উপর সিজদা দেয়ার অবকাশ প্রসঙ্গে

0
424

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমরা যখন দুপুরের প্রচন্ড গরমে হুযূর (সা:) এর পিছনে যুহরের নামায আদায় করতাম তখন গরমের তাপ থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা আমাদের কাপড়ের উপর সিজদা দিতাম।

(হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: এ হাদিসটি হাসান-সহীহ।)

(তিরমিযী শরীফ- হাদীস নং ৫৮৪)

আমরা বেশি বেশি হাদীস পড়বো। আমার হাদীসের জ্ঞান অর্জন করবো

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =