সূরা হাজ্জ-এ সিজদা

0
344

হযরত উক্বা ইবনে আমের (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: আমি হুযূর (সা:) কে বললাম: ইয়া রাসূলুল্লাহ (সা:)! সূরা হাজ্জকে তো বেশ ফযীলত প্রদান করা হয়েছে। এতে রয়েছে দুটো সিজদা। তিনি বললেন: হ্যাঁ কেউ যদি এ দু‘টো সিজদা না করে সে যেন এই দুই আয়াত তিলাওয়াত না করে।

(হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: এ হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়।

এ বিষয়ে আলেমগণের মতবিরোধ রয়েছে। উমর ইবনুল খাত্তাব ও ইবনে উমর (রা:) থেকে বর্ণিত আছে যে, তাঁরা বলেছেন: সূরা হাজ্জকে ফযীলত প্রদান করা হয়েছে; এতে রয়েছে দুটো সিজদা। ইবনে মুবারক, শাফেঈ, আহমাদ ও ইছহাক (র:) ও এই অভিমত ব্যক্ত করেছেন।

(তিরমিযী শরীফ- হাদীস নং ৫৭৮)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

আমার হাদীসের জ্ঞান অর্জন করবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 − 2 =