নফল সালাতরত অবস্থায় হাঁটা ও কাজ করা

0
341

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত যে, তিনি বলেন: একবার আমি আসলাম, মহানবী (সা:) তখন ঘরে (নফল) নামায আদায় করছিলেন আর দরজা ছিল বন্ধ। সুতরাং তিনি সামনে কিছু হেটে এসে আমার জন্য দরজা খুলে দিলেন এরপর আবার স্বস্থানে ফিরে গেলেন।

আয়েশা (রা:) বলেন: দরজাটি ছিল কিব্লার দিকে।

হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি হাসান-গরীব।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬০১)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × four =