নামাযের শুরুতে দাঁড়িয়ে ইমামের অপেক্ষা করা মাকরূহ

0
313

হযরত আবূ কাতাদা (রা:) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: নামাযের ইকামত যখন হয় তখন আমাকে বের হতে না দেখা পর্যন্ত তোমড়া দাঁড়াবে না।

এ বিষয়ে আনাস (রা:) থেকেও হাদীস বর্ণিত আছে। তবে আনাস (রা:) বর্ণিত হাদীস মাহফুয বা সংরক্ষিত নয়।

হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: আবূ কাতাদা (রা:) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫৯২)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =