হুযূর (সা:) কিভাবে দিনের নফল নামায আদায় করতেন

0
341

হযরত আাসম ইবনে দাম্রা (র:) থেকে বর্ণিত তিনি বলেন যে, আমরা হযরত আলী (রা:) কে হুযূর (সা:) এর দিনের নামায সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন: তোমরা তা পারবে না। আমরা বললাম: আমাদের মধ্যে যে তা পারবে  সে তা অবলম্বন করবে)।

তিনি বললেন: সূর্য যখন (পূর্ব দিকে) সেখানে উঠে আসে যেইখানে আসরের ওয়াক্তে (পশ্চিম দিকে) থাকে তখন হুযূর (সা:) দুই রাকাআত (সালাতুল ইশরাক) আদায় করতেন। আর সূর্য যখন (পূর্ব দিকে) সেইখানে উঠে আসে যেই খানে যুহরের পূর্বে চার রাকাআত, পরে দু রাকাআত এবং আসরের পূর্বে চার রাকাআত (সুন্নত) নামায পড়তেন। আর প্রতি দু রাকাআতের মাঝে আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, নবী, রাসূল ও তাঁদের অনুসরণকারী মুমিন মুসলিমদের প্রতি সালাম প্রেরণের মাধ্যমে (অর্থাৎ তাশাহ্হুদের মাধ্যমে ব্যবধান করতেন।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৫৯৮)

৯৯৯৯৯৯

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − two =