শৌচাগারে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা

0
229

হযরত আলী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন: জিন্দের চোখ ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে পর্দা হল এই যে, কেউ যখন শৌচাগারে প্রবেশ করবে, তখন সে বলবে “বিসমিল্লাহ”।

হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি গরীব।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬০৬)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × one =