সদকাকারীর পুণরায় দানকৃত বস্তুর উত্তরাধিকারী হওয়া

0
401

হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা (রা:) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত তিনি( বুরাইদ) বলেন, আমি হুযূর পাক (সা:) কাছে বসা ছিলাম। এমন সময় এক মহিলা তাঁর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমি আমার মাকে একটি বাঁদী দান করেছিলাম। তিনি মারা গেছেন। নবী পাক (সা:) বলেন: তুমি নেকীর অধিকারী হয়ে গেছ এবং উত্তরাধিকার স্বত্ব বাঁদীটি তোমাকে ফেরত দিয়েছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ! তার এক মাসের রোযা বাকি আছে, আমি কি তার পক্ষ থেকে রোযা পালন করতে পারি: তিনি বলেন: তুমি তার পক্ষ থেকে রোযা রাখ। সে বলল, হে আল্লাহর রাসূল! তিনি কখনো হজ্জ করেননি। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বলেন: হ্যাঁ তুমি তার জন্য হজ্জ কর।

(তিরমিযী শরীফ- হাদীস নং-৬১৯)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − two =