যে দ্রব্য দিয়ে ইফতার করা মুস্তাহাব

0
355

হযরত আনাস ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, হযরত রাসূলে পাক (সা:) ইরশাদ করেছেন : যে ব্যক্তি ইফতারের সময় খেজুর পায় সে যেন তা দিয়ে ইফতার করে। আর যে ব্যক্তি তা না পায় সে যেন পানি দিয়ে ইফতার করে। কেননা পানি পবিত্র বা পবিত্রকারী।

হযরত রাসূলে পাক (সা:) শীতকালে শুকনা খেজুর দিয়ে এবং গ্রীষ্মকালে পানি দ্বারা ইফত্রা করতেন।

(তিরমিযী শরীফ-হাদীস নং-৬৪৬)

(আমরা সবাই বেশি বেশি হাদীস পড়বো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + nineteen =