গীবতের কাফফারা কি এবং এর পাপ থেকে মুক্তির উপায় কি?

0
543

গীবতের কাফফারা হচ্ছে যার গীবত করা হয়েছে তার নিকটে ক্ষমা চাওয়া এবং যাদের নিকট গীবত করা হয়েছে, তাদের নিকট গীবতের বদলে প্রশংসা করা। যেমন আবুবকর ও ওমর (রাঃ)

 একবার নিজেদের মধ্যে তাদের এক খাদেমের অনুপস্থিতিতে তার অধিক ঘুমানোর ব্যাপারে আলোচনা করেন। সামান্য এই গীবতের কারণে রাসূল (ছাঃ) পরে তাদেরকে বললেন যে, আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি। অতঃপর তাঁরা রাসূল (ছাঃ)-এর নিকটে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাঁদেরকে তাদের খাদেমের নিকটে ক্ষমা চাইতে বলেন (সিলসিলা ছহীহাহ হা/২৬০৮)। তবে সরাসরি ক্ষমা চাইতে গেলে যদি ফিৎনা সৃষ্টি হয়, অতাহ’লে নিজের জন্য ও তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যে স্থানে তার কুৎসা রটনা করা হয়েছে সেখানে তার প্রশংসা করতে হবে (ইবনুল ক্বাইয়িম, আল–ওয়াবিলুছ ছাইয়েব, পৃ. ১৪১)। মজলিস থেকে উঠার সময় কাফফারার দোয়া : ❝সুবহানাল্লহি ওয়া বিহামদিহি সুবহানা কাল্লহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লহ ইলাহা ইল্লাহ আংতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ❞ এর উদ্দেশ্য হলো ওই মজলিসে বা আড্ডায় যেসব অহেতুক কথা গীবত হয়েছে তার জন্য কাফফারা স্বরূপ এই দোয়া পড়া৷

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine + one =