হবিগঞ্জের বিজ্ঞ আদালতের বারান্দা থেকে হাতকড়াসহ পালিয়ে গেছে এক মাদক মামলার আসামী

0
326

৮,সেপ্টেম্বর,২০২৩ইং হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল আদালতের বারান্দা থেকে হাতকড়া পরিহিত অবস্থায় রাজু মিয়া (২৪) নামের এক আসামী পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে জেলা জুড়ে সর্বত্র তোলপাড় রহস্য সৃষ্টি হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ কোর্ট হাজত থেকে একদল পুলিশ আসামীকে নিয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে নিয়ে যান।

সেখানে পুলিশ তাকে ৫ দিনের রিমাণ্ড আবেদন করে। রিমান্ড মঞ্জুরের খবর শুনে পুলিশ আসামীকে আদালত থেকে নামিয়ে আসার সময় বারান্দা থেকে পালিয়ে যায়। ওই আসামী মুহুর্তের মধ্যেই আদালত পাড়ায় হৈ হুল্লুড় শুরু হয়। পুলিশ আসামী ধরতে তল্লাশী শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। বিষয়টি আদালতের নজরে এলে আইনজীবি ও বিচার প্রার্থীদের মাঝে আতংক দেখা দেয়। রাত্রে একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া আসামী ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ছাড়া পুলিশ সুপার একটি তদন্ত কমিটিও গঠন করেছেন। কোর্টের পেশকার রামেন্দ্র দাশ জানান, গত ৩১ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র‌্যাব-৯/ সে উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন মিয়ার পুত্র। রাজু একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে র‌্যাব সদস্যরা ২৬৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে মাধবপুর থানা পুলিশ রাজুর বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে। গত বৃহস্পতিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য ছিলো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 16 =