মসজিদে খাম্বার মাজখানে দাড়ানো মাকরুহ

0
279

আবদুল হামীদ ইবনু মাহমূদ (রহঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, আমরা জনৈক আমীরের পেছনে নামায আদায় করলাম। লোকের এত ভীড় হল যে, আমরা বাধ্য হয়ে দুই খুঁটির মাঝখানে নামাযে দাঁড়ালাম। যখন নামায শেষ করলাম, আনাস ইবনু মালিক (রাঃ) বললেন, আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সময়ে (এভাবে দাঁড়ানো) এড়িয়ে যেতাম।

জামে ‘ আত-তিরমিজি হাদীস নং : 229 সহিহ হাদিস

সহীহ্‌। ইবনু মাজাহ-(১০০২)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 6 =