আজান ও প্রথম কাতার সম্পর্কে যা বলেছেন

0
372

বর্ণনাকারী থেকে বর্ণিত : নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ লোকেরা যদি জানতে পারত আযান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কত সাওয়াব রয়েছে, তাহলে তাদের এতো ভীড় হত যে, শেষ পর্যন্ত লটারি করে ঠিক করতে হত (কে আযান দেবে এবং কে প্রথম কাতারে দাঁড়াবে)।

জামে ‘ আত-তিরমিজি হাদীস নং : 225 সহিহ হাদিস

সহীহ্‌। ইবনু মাজাহ-(৯৯৮), বুখারী ও মুসলিম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 2 =