কাতার সমান্তরাল সম্পর্কে যা বলেছেন রাসুলুল্লাহ সাঃ 

0
290

নু’মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিত : তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাতারসমূহ সমান করে দিতেন। একদিন তিনি (ঘর হতে) বের হয়ে এসে দেখলেন, এক ব্যক্তির বুক কাতারের বাইরে এগিয়ে রয়েছে। তিনি বললেনঃ তোমরা তোমাদের সারিগুলো সোজা করে দাঁড়াবে, অন্যথায় আল্লাহ তা’আলা তোমাদের মুখমণ্ডলে বিভেদ সৃষ্টি করে দেবেন।

জামে ‘ আত-তিরমিজি হাদীস নং : 227 সহিহ হাদিস

সহীহ্‌। ইবনু মাজাহ-(৯৯৪), বুখারী ও মুসলিম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − four =