মজার ছলে মিথ্যা বলা হতে সাবধান

0
366

তাড়াতাড়ি বিয়ে করতে চান? তাহলে দেখুন see more..সেখানে কিছুই লেখা ছিল না, মজা করে পোষ্ট দিয়েছিল। চলুন সবাই একটা করে চাপা মারি, আমি মঙ্গল গ্রহ থেকে বলছি, আর আপনি…? মজা করতে সবাই একটা করে মিথ্যা কথা কমেন্টে লিখেছিল। এই যে আমার উনি লেখে এক আপু পোস্ট করল। কিন্তু সে পুতুলের সাথে ছবি দিয়েছে মজা করে।

 আমের ছবি আপলোড করে লেখেছে আমাদের গাছের তরমুজ। এই পোস্ট দেখে আমি হাসতে হাসতে আব্বুকে ভাই বলে ডেকে ফেললাম। মজা করে এক আপু কমেন্ট করলো। ◾এমন অহরহ ঘটনা আছে যেইটা শুধু মাত্র লোক হাসানোর জন্য, মজা করার জন্য মিথ্যা বলা হয় বা হচ্ছে। প্রশ্ন : মজা করে মিথ্যা বললে গুনাহ হয় কি? উত্তর: জ্বী অবশ্যই। রাসুল (সাঃ) বলেছেন, “যে বক্তি হাসির ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ বানানোর দায়িত্ব নিলাম” (আবু দাউদ – ৪৮০০) “যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক ” (তিরমিজি – ২৩১৫) উপরোক্ত রাসূল (সাঃ) এর উক্তি থেকে স্পষ্ট ভাবে বুঝা যায় যে আমরা মজার ছলে যেইটা বলি সেইটার সাথে বাস্তবে মিল না থাকলে সেইটা মিথ্যা বলেই গন্য হবে। সুতরাং মজা করার জন্য এই সব ছোট ছোট মিথ্যা কথা পরিহার করুন। হয়তো এই সামান্য মিথ্যার জন্য আমাদের কিয়ামতের দিন কঠিন হিসাব দিতে হতে পারে। মাথায় রাখবেন একটা মিথ্যা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। হোক না সেটা মজা! মিথ্যা তো মিথ্যাই। হে মহান আল্লাহ আমাদের সবাইকে আপনি গুনাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − thirteen =