রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিছু প্রিয় কাজ

0
262

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১] ২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন। [মুখতাসার যাদুল মা’আদ- ১/২৭] ৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না [বায়হাকি-৪২৮] ৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন।

 [বুখারী- ৭৩১] ৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭] ৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫] ৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮] ৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন। [আরশিফু মুলতাকা- ৪৫৬৯] ৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯] ১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮] ১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০] ১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০] ১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮] ১৪। বৃষ্টি শুরু হলে দু’আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২] ১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১] ১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪] ১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- ‘আমি জানি না’। [বায়হাকী- ১৭৫৯৫] রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। মা’ শা’ আল্লাহ … আলহামদুলিল্লাহ … ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় রসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন, আমিন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =