কিয়াম এবং কিরাআত সংক্ষিপ্ত করা

0
127

হযরত যায়েদ ইবনে আসলাম (র.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আনাস ইবনে মালিক (রা.)-এর নিকট পৌছলাম। তিনি বললেন, তোমরা নামায আদায় করেছ কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, হে বালিকা ! আমার জন্য উযুর পানি আন। আমি অন্য কোন ইমামের পিছনে নামায আদায় করি নাই, যার নামায তোমাদের এই ইমাম (উমর ইবনে আবদুল আযীয)-এর চাইতে রাসূল- ল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের সহিত অধিক সাদৃশ্যপূর্ণ। যায়েদ বলেন, উমর ইবনে আবদুল আযীয (র.) রুকূ এবং সিজদা পূর্ণভাবে আদায় করিতেন । আর দাঁড়ানো এবং বসায় অপেক্ষাকৃত কম বিলম্ব করতেন । হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামাযের সাথে অমুকের চাইতে সামঞ্জস্যপূর্ণ নামায আর কারও পিছনে আদায় করি নাই । সুলাইমান (রা.) বলেন- তিনি জোহরের প্রথম দুই রাক’আত লম্বা করতেন, শেষের দুই রাক’আত সংক্ষিপ্ত করতেন । আর আসরের নামায সংক্ষিপ্ত করতেন। আর মাগরিবের নামায কিসারে মুফাস্সাল দ্বারা আদায় করতেন। আর ইশার নামায আওসাতে মুফাসসাল দ্বারা আদায় করতেন। আর ভোরের নামায অর্থাৎ ফজর তিওয়ালে মুফাস্সাল দ্বারা আদায় করতে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 17 =