জোহরের নামাযের প্রথম রাক’আতে কিয়াম লম্বা করা

0
174

হযরত আবূ সাঈদ খুদরী (রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, জোহরের নামায আরম্ভ হল। এর পর কোন ব্যক্তি বাকী -এর দিকে গিয়ে তার প্রয়োজন শেষ করত। অতঃপর উযু করে এসে দেখতে পেত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাক’আতে রয়েছেন । তিনি ইহা এত দীর্ঘ করতেন। হযরত আবূ কাতাদা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লইয়া জোহরের নামায আদায় করতেন। তিনি এর প্রথম দুই রাক’আতে সূরা পাঠ করতেন এবং আমাদের এক/আধ আয়াত শুনাতেন, তিনি জোহর নামাযের (প্রথম) রাক’আত এবং প্রথম রাক’আত অর্থাৎ ফজর নামাযের প্রথম রাক’আত লম্বা করতেন (দ্বিতীয় রাক’আতের তুলনায়)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × five =