দোয়া ছাড়া তাকদীর রদ হয় না

0
163

২০৮৬। সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী (সা) বলেছেন: দোয়া ব্যতীত আর কিছুই তাজনীয় রদ করতে পারে না এবং সৎকাজ ব্যতীত আর কিছুই হায়াত বৃদ্ধি করতে পারে না।

একজন আল্লাহর ওলি মারাত্মক এক কথা বলেছেন,

ফুল বাগানে মৌমাছি ও ঢুকে, কুকুর ও ঢুকে!

মৌমাছি ফুল খোঁজে আর কুকুর ময়লা খুঁজে…

এখন আমি কোনটা?

আমি কি কোনো মানুষকে দেখলে তার দোষ খুঁজি নাকি গুণ খুঁজি!

.

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবূ দারদা {রাদিয়াল্লাহু আনহু} অধিকাংশ সময় কবরের পাশে বসে সময় কাটাতেন। এমনটি করার কারণ জিজ্ঞেস করলে উত্তরে বলতেন,

“ কবরবাসীরা আমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমি যখন তাদের কাছ থেকে উঠে আসি তারা আমার গীবত করে না। অথচ জীবিতদের বেলায় এর বিপরীত আচরণ পরিলক্ষিত হয়! ”

. [1]

এই জমানার সবচে বড় ওলী হলো যে কারো গীবত করে না, চুপ থাকে, জবানের হেফাজত করে!

গীবত ছেড়ে দাও,

অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও,,

অন্যের আলোচনা ছেড়ে দাও!

তখন ছোট আমল ও তোমার অনেক কাজে আসবে।

. [2]

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী {রহমাতুল্লাহ আলাইহি} বলেন, গীবত থেকে বাঁচার তিন টি সুন্দর উপায় হলো:

১. কোনো কথা মাথায় আসলেই বলা যাবে না_চিন্তা করতে হবে বলার আগে,

২. কারো ব্যাপারে আলোচনা ই করা যাবে না,,

৩. আর গীবত হয়ে গেলে ঐ ব্যক্তির নিকট মাফ চেয়ে নেয়া!

.

1 ~ [ সিফাতুস সাফওয়া- ১/২৫৮; কানযুল ’উম্মাল- ২/১৪২; হায়াতুস সাহাবা- ২/৬২৭]

2 ~ মাওলানা তারিক জামিল {দা’মাত বারাকাতুহুম} ও শায়েখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান  {দা’মাত বারাকাতুহুম

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 2 =