রুকু হতে মাথা উঠাবার সময় ইমাম কি বলবেন

0
167

হযরত ইবনে উমর (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায আরম্ভ করতেন, তখন তাঁর হাতদ্বয় কাঁধ পর্যন্ত উঠাতেন। আর যখন রুকুর জন্য তাকবীর বলতেন এবং রুকু হতে তাঁর মাথা উঠাতেন, তখন হাতদ্বয় এরূপ উঠাতেন এবং বলতেন, সামিয়াল্লাহু লিমান হামিদাহ রাব্বানা ওয়া লাকাল হাম্দ। আর সিজদায় এরূপ করতেন না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 14 =