কেনো জানাজায় বাধা হলো

0
277

সৃজনে: সৈয়দ ইসমাইল হোসেন জনি

জানাজায় বাধা দিলেন যারা তারা কেমন মুসলমান ? নইলে তারা ঈমান হারা সবগুলোই বেঈমান । দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু পরবর্তী জানাজায় , পুলিশের জঘন্য হয়রানির অপকৌশল দেখা যায় । ধর্মপ্রাণ মুসলমানদেরকে পুলিশ করে লাঠিচার্জ , কলঙ্কিত করেছে বাংলাদেশকে ভূলুণ্ঠিত গোটা সমাজ । শাসক দলের এসব বাড়াবাড়ি সহ্য করার মতো নয় , এমন অন্যায় কি সইতে পাড়ি বলুন বিজ্ঞ মহাশয় ? স্বাধীন দেশের সুফল নাইরে জিম্মি দশায় আছি সবে , চলতে-ফিরতে প্রমাণ পাইরে জানিনা ভাগ্যে আর কি হবে? বিশ্ব নন্দিত মোফাসসিরে কোরআন আল্লামা সাঈদী নাম যার , তার জানাজায় বাধা প্রদান মানবে সেটা কোন ঈমানদার? নির্দোষ ব্যক্তিকে দোষী বানিয়ে নির্যাতন করলো যারা , বিশ্বের সকলকে দিলো জানিয়ে শয়তানের প্রেতাত্মা তারা । পুলিশ এখন লাঠিয়াল বাহিনী জনগণের বন্ধু নয় , প্রতিদিন তাদের অন্যায় কাহিনী পত্র-পত্রিকায় ছাপা হয় । রক্ষক নামের ভক্ষক তারা তাদের বিচার করবে কে ? নিরীহ মানুষ আজকে দিশেহারা সইছে জ্বালা মুখ বুজে । জানাজায় বাধা দিয়ে পুলিশ সীমা লঙ্ঘন করছে তারা , মানুষকে তারা ভাবছে ফুলিস আসলে তারা বিবেক ছাড়া । আল্লাহ সম্মান বাড়াবে যার তার সম্মান কমাবে কে ? সাঈদী হলো বিশ্বের অহংকার ইতিমধ্যে প্রমাণ হয়েছে ।

মক্কা-মদিনা সহ বিভিন্ন দেশে গায়েবানা জানাজা পড়েছে , আজব ব্যাপার এই বাংলাদেশে জানাজায় লাঠিচার্জ করেছে । ধর্মপ্রাণ মুসলমানের উচিৎ স্বতঃস্ফূর্ত নিন্দা জানানো , দেয়ালে সবার ঠেকেছে পীঠ লক্ষ্য আজ সামনে আগানো । জানাজায় যারা দিয়েছে বাধা তাদেরকে ধিক্কার জানাই , মানবরূপী সব হারামজাদা ওদের কোনো নিস্তার নাই । ইতিহাস কাউকে করবে না ক্ষমা একদিন বিচার হবে , ওদের কুকর্ম রইলো জমা নয়ন মেলে দেখছে সবে । অন্যায় মেনে নেওয়ার বদলে গুলি খেয়ে মরাও ভালো , ঈমানদারগণ আল্লাহর ফজলে জ্বালাও মনে ঈমানী আলো । ধর্ম বিরোধী এসব বাড়াবাড়ি ঘৃণা করে এস.আই. জনি , ন্যায়ের পক্ষে মরতেও পাড়ি সহায় হলে কাদের গণি । স্বাধীন ভাবে দেশে চলা না গেলে কি লাভ আছে স্বাধীনতার ? এমন অনিয়ম কোথায় পেলে রক্ষা করো ন্যায্য অধিকার । বাধা দেওয়ার নেই এখতিয়ার ঈমানদার সম্মুখে চলো , জানাজা দেয়া ধর্মীয় অধিকার কেনো জানাজায় বাধা হলো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × three =