মাকে বাঁচাতে মানবিক আবেদন ‘মাকে হারাতে চাই না’

0
304

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী তাপস সরকার প্রান্তের মা ‘স্কোয়ামস সেল কারসিনোমা’ নামে ক্যান্সারে আক্রান্ত। তার অপারেশনের জন্য ১০ লাখ টাকা প্রয়োজন। স্বল্প আয়ের পরিবারটির পক্ষে এ অপারেশনের খরচ যোগানো সম্ভব হচ্ছে না।তাপস সরকার জানান, গত ২ বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সাথে লড়ছেন তার মা। সংক্রমণ তার গলায়ও ছড়িয়ে পড়েছে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। তিনি তাদের একমাত্র সন্তান। স্বল্প আয়ের চাকরি দিয়ে সংসার চালানো, মায়ের এতদিনের চিকিৎসার জন্য নেওয়া ঋণ পরিশোধ এবং চিকিৎসা পরবর্তী ধাপে যে বিপুল অর্থ প্রয়োজন তা সামাল দেওয়া প্রান্তের জন্য অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু জীবনের এই নির্মমতার কাছে তিনি জননীকে হারাতে চান না।প্রান্ত আরও জানান, তার মা ক্যান্সারের চিকিৎসা চলাকালীন গত সপ্তাহে স্ট্রোক করেন এবং তার শরীরের বাম পাশ পুরো অচল হয়ে পড়ে। আগের তিনটি অপারেশন আর রেডিওথেরাপিতে কাজ না করায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মাথার ক্যান্সার আক্রান্ত স্থানে পুনরায় অপারেশন করতে হবে এবং আরও শক্তিশালী কেমোথেরাপি নিতে হবে। সামগ্রিক প্রক্রিয়ায় খরচ হবে প্রায় ১০ লাখ টাকা; যা তার স্বল্প আয় দিয়ে বহন করা কোনোভাবেই সম্ভব নয়।প্রান্ত তার মায়ের চিকিৎসার জন্য সবার কাছে অনুরোধ করে বলেন, ‘মাকে হারাতে চাই না। আপনাদের সহায়তায় আর সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি আমার মাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যাশী। একমাত্র আপনাদের আর্থিক সহযোগিতাই আমার প্রত্যাশার আলোর দিশারী হতে পারে।’আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম : তাপস সরকার (প্রান্ত) : ০১৭১৮ ৭১৫৯৩০ (বিকাশ), ০১৮১৫ ২২২৫৫০ (নগদ) ও ০১৭৯৩ ৫৯৫ ৬০৩ (রকেট)। Bank A/C: Bank Name- Dutch Bangla Bank Ltd, AC Name: Tapas Sarker, AC No: 1161030503649, Branch: Gulshan, Routing: 090261725, Swift Code: DBBLBDDH

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =