মহিলা শিক্ষা জন্য পৃথক ব্যাবস্থা করা

0
160

সহীহ বোখারী শরীফ ১০২। হাদীস ৪ হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, এক সময় মুসলিম মহিলাগণ হুযুর (সঃ)-এর কাছে আরজ করলেন, পুরুষগণ আপনার নিকট আসার ব্যাপারে আমাদের উপর বিজয়ী হয়ে গেছেন। তাই আমাদের এলেম শিক্ষার জন্য আপনার পক্ষ হতে ভিন্ন কোন দিন নির্ধারিত করুন। হুযুর (সঃ) তাদের জন্য একটি দিনের ওয়াদা করলেন এবং নির্দিষ্ট দিনে তাদের সাক্ষাতে গেলেন। তাদেরকে কিছু নসীহত করলেন এবং কিছু কাজের আদেশ দিলেন। সে দিন তিনি তাদেরকে যা বলেছিলেন; তন্মধ্যে একটি উপদেশ ছিল, তোমাদের মধ্যে কোন মহিলার যদি তিনটি সন্তানই শৈশবকালে মারা যায়, তা হলে উক্ত সন্তানরা তার জন্য দোযখের আযাব থেকে ঢাল স্বরূপ হবে। এক মহিলা প্রশ্ন করলেন, যদি দু’সন্তান মারা যায়? উত্তরে হুযুর (সঃ) বললেন, দু’জন হলেও (মহিলাদের কে শিক্ষার উদ্দেশ্যে পৃথক ব্যবস্থা করা শরীয়তসম্মত)।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 3 =