“শয়*তান থেকে বেঁচে থাকার ১০ দোয়া”

0
130

(১) ইখলাস (ইখলাস মানে সব কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির 

     জন্যই করা) [-সুরা সোয়াদ : ৮২]

(২) খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। [-সহিহ মুসলিম : ২০১৮]

(৩) ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা।

       [-সহিহ মুসলিম : ২০১৮]

(৪) ওয়াশরুমে প্রবেশের আগে দোয়া পড়া।

       [-সহিহ বোখারি : ৪৫১১]

(৫) ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়া।

      [-আবু দাউদ : ৫০৯৫]

(৬) নামাজের কাতারের মধ্যখানে ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। 

      [-সুনানে আবু দাউদ : ৬৬৫]

(৭) হাই উঠলে হাত দ্বারা মুখ বন্ধ করা। [-সহিহ বোখারি : ৬২২৬]

(৮) সন্ধ্যার সময় ঘরের দরজা-জানালা বন্ধ করা ও বাচ্চাদের 

      আটকে রাখা। [-সহিহ বোখারি : ৫১৪৮]

(৯) একবার/দশবার/এক শ’ বার পড়া লা ইলাহা ইল্লাল্লাহু

     ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু 

     ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। [-সহিহ বোখারি : ৬৪৩]

(১০) সবসময় আল্লাহর আশ্রয় কামনা করা।

        [-সুরা আরাফ : ২০০]

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + four =