বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তির বা দু’আ কবুলের একটি সহজ আমল

0
119

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

(লা ইলাহা ইল্লা আংতা সুবহা’নাকা ইন্নি কুংতু মিনায যলিমীন)

অর্থ : আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। (সূরা আল আম্বিয়া : আয়াত ৮৭)

সূরা আল আম্বিয়ার ৮৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ইরশাদ করেছেন— “অতঃপর আমি তাঁর (হজরত ইউনুস আলাইহিস সালামের) আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনিভাবে বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি।”

অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেন— “আমি ইউনুস (আঃ)-এর দু’আ কবুল করেছিলাম এবং তাকে অন্ধকার ও মাছের পেট থেকে পরিত্রাণ দিয়েছিলাম। আর যে কোন মু’মিন বিপদাপদে ও দুঃখ-কষ্টে পড়ে আমাকে ডাকবে আমি তাকে পরিত্রাণ দিবো।”

হাদীসেও এসেছে রাসূল (ﷺ) বলেছেন—

‘‘কোন মুসলিম এই দু’আ (লা ইলাহা ইল্লা আংতা—) এর সাহায্যে আল্লাহর নিকট কিছু চাইবে, আল্লাহ তা কবুল করবেন।

(তিরমিযী ৩৫০৫ নং, আলবানী হাদীসটি সহীহ বলেছেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 4 =