কেউ আমাকে ধার্মিক মনে করুক অথবা অপরাধী মনে করুক আমি আমার নিজের সমপর্কে ভালো জ্ঞান রাখি

0
70

একটি মাত্র গোপন রহস্য  যা আপনি ছাড়া আর কেউ জানে না, তা হলো আপনার সাথে আপনার রবের সম্পর্ক।

অতএব প্রশংসাকারীর প্রশংসা আপনাকে যেন প্রতারিত না করে।নিন্দুকেরা যেন আপনার ক্ষতি না করে। কারন বাস্তবতা হলো আপনি নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন।

  আল্লাহ তাআলা ঘোষণা করেন-قُلْ إِن تُخْفُواْ مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌঅনুবাদ : ‘(হে রাসুল!) আপনি বলে দিন, যদি তোমরা তোমাদের মনের কথা গোপন করে রাখ অথবা প্রকাশ করে দাও, আল্লাহ সে সবই জানতে পারেন। আর আসমান ও জমিনে যা কিছু আছে, সেসবও তিনি জানেন। আল্লাহ সব বিষয়ে সর্ব শক্তিমান।’ (সুরা আল-ইমরান : আয়াত ২৯)

ইবাদাত করুন ইখলাসের সাথে,দায়মুক্তির জন্য নয়। নফল ইবাদাত করতে থাকুন আল্লাহর নৈকট্য লাভের জন্য,সম্মানের জন্য নয়।

ওয়াল্লাহি! আপনি আল্লাহর ইবাদাতের মুখাপেক্ষী কিন্তু  আল্লাহ আপনার ইবাদাতের মুখাপেক্ষী নন।

মানুষের ভালোবাসা পাওয়ার চিন্তা করবে না, কারন মানুষের অন্তর পরিবর্তনশীল। তারা আজ আপনাকে ভালোবাসলে কাল আবার ঘৃণা করা শুরু করবে।

বরং মানুষের রবের ভালোবাসা কিভাবে পাওয়া যায় সে চেষ্টা করুন।কারন তিনি যদি আপনাকে ভালোবাসেন তাহলে মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন। নিজের জন্য এমন কিছু গোপন আমল রাখুন যা আপনি আর আপনার রব ছাড়া কেউ জানে না। কারন গোপন গুনাহ যেমন বি-না-শ-কারী গোপন নেক আমল তদ্রুপ উদ্ধারকারী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + eighteen =