মানুষ সৃষ্টিগত ভাবেই স্বার্থপর

0
157

তাই মানুষের কাছ থেকে আশা- প্রত্যাশা এবং তাদের প্রতি অভিযোগ সবটাই বাদ দিন।

কারণ আপনার আশা- প্রত্যাশা যত বাড়বে এবং আপনি তত আশাহত হবেন এবং অপমানিত বোধ করবেন। কেননা মানুষ ঠিক ততটুকু আপনাকে দিবে যতটা আপনি তাকে দিয়েছেন, হয়তো তাও দিবে না যদি তার স্বার্থ এখানে জড়িত থাকে।

এবং আপনি এটাও কখনও ভাববেন না যে আপনি কারো থেকে কিছু দিয়ে তার বিনিময়ে আপনিও কিছু পাবেন। যেকোনো মানুষের জন্য, যাই করেন না কেন তা শুধু দায়িত্ববোধ থেকেই করবেন। তাহলে মানসিক ভাবে শান্তি পাবেন।

আর যখনই এর বিনিময় খুজতে যাবেন তখনই আশাহত হবেন, হতাশায় ভুগবেন এবং নিজেকে ব্যর্থ মনে হবে।

আশা যদি করতেই হয়, কোনো কিছু যদি চাইতেই হয় তাহলে আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তয়ালার কাছে চান এবং ভরসা রাখুন। তাহলে অন্তত কোনো হতাশা এবং আফসোস কাজ করবে না।

ইনশাআল্লাহ একদিন না একদিন পাবেনই আর যদি নাও পান তাহলে বুঝে নিবেন সেটা অবশ্যই আপনার জন্য কল্যাণকর ছিল না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + 15 =