মা গরু তথা গাভীর প্রতিদিন পরিচর্চার নিয়ম

0
136

 ১. গাভীর লাইভ ওয়েট অনুযায়ী খাদ্য প্রদান করতে হবে।

২. পরিমিত পরিমাণ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে ।

৩. নিয়মিত গাভীকে গােসল করাতে হবে ।

৪.প্রতিদিন সঠিক সময়ে খাদ্য প্রদান করতে হবে

৫. গােবর ও মূত্র নিয়মিত পরিস্কার করতে হবে ।

 ৬. গাভীর ঘর সংলগ্ন ড্রেন নিয়মিত পরিস্কার করতে হবে ।

৭. খাদ্য সরবরাহের পূর্বে খাদ্যের পাত্র পরিস্কার করতে হবে ।

৮. খাদ্য সংরক্ষন ঘর পরিস্কার করতে হবে ।

৯. শুস্ক আঁশ জাতীয় খাদ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত অবস্থায় পরিবেশন করতে হবে অর্থাৎ ছােট আকারে কেটে দিলে ভালাে হয় ।

১০. দানাদার খাদ্য সঠিকভাবে ভেঙে দিতে হবে ।

 ১১. ভেজালমুক্ত খাবার পরিবেশন করতে হবে ।

১২. ২-৪ মাস পর পর ভেটেরিনারিয়ানের সহায়তায় গােবর পরীক্ষা করে দেখতে হবে গাভী কৃমি আক্রান্ত কিনা । প্রয়ােজনে খামারে কৃমিনাশক ব্যবহার করতে হবে ।

১৩. নিয়মিত রােগ প্রতিষেধক টিকা প্রয়ােগ করতে হবে ।

১৪. গাভীর চিকিৎসায় অবহেলা করা চলবে না।

১৫. গরমের পরিবেশে গাভীর জন্য ফ্যানের ব্যবস্থা করা যেতে পারে।

১৬. গাভীর থাকার স্থান পরিস্কার ও শুষ্ক রাখতে হবে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + one =