সন্দ্বীপে নির্বাচন ঘিরে সহিংসতা উদ্বেগজনক বাড়ছে : মামলা ২

0
120

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি: আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং অংশগ্রহণকারীরা যথাযথ নিয়মনীতি মেনে প্রচার-প্রচারণা চালাবেন, এমনটি প্রত্যাশিত হলেও বিভিন্ন স্থানে সংঘাত-সহিংসতা হয়েছে, যা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার জন্ম দিয়েছে। 

সাধারণত নির্বাচন ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণবিধি লঙ্ঘন ও সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি মোকাবিলা করতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। 

সন্দ্বীপে ২৪ডিসেম্বর রবিবার সাড়ে আটটায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী প্রার্থীর সমর্থকদের এক সংঘর্ষ হয়। উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ও তাঁর ছেলে মাহমুদুর রহমান মুন্নাসহ কয়েকজন আহত হয়। আহত চেয়ারম্যানের ছেলে মুন্নার একটি ভিডিপ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মুন্না অভিযোগ করে বলেন,আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন জাফর এর ছেলে মিথুন এ হামলার নেতৃত্ব দেন।

তিনি আরও অভিযোগ করেন ১৫-২০জনের একটি দল এ হামলা চালায়।বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।হামলায় মুন্নার মাথায় আঘাত লাগে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ বিষয়ে সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জানান, ফুলমিয়া চেয়ারম্যানের ছেলে মুন্নার উস্কানিতে এঘটনা ঘটে।এতে মিথুন,শাওনসহ ৪-৫জন আহত হয়েছে। 

এছাড়াও গত ১৯ডিসেম্বর  মঙ্গলবার এনাম নাহার মোড় ও আলিমিয়া বাজার এলাকায় সংঘর্ষে ঝরায় দুই প্রার্থীর সমর্থকরা। ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল কাদের, আকবর মেম্বারসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়।পরবর্তীতে ২২ ডিসেম্বর সন্দ্বীপ থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়। 

এমন ছড়িয়ে পড়া হামলায় আতঙ্কে রয়েছে সাধারণ ভোটারসহ উপজেলাবাসী। এ-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো.কবির হোসেন বলেন, খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + 19 =