মুসলিমদের “অধিকাংশই” সঠিক পথে নেই

0
116

এখন আপনি “অধিকাংশকে” অনুসরন করবেন নাকি সত্যকে, সেটা বুঝার জ্ঞান কি আপনার নেই?”

আল্লাহ বলেন,

“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ কর তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা তো কেবল আন্দাজ-অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না।

(সূরা আনআম- ১১৬)

আল্লাহ আরো বলেন,

“তুমি যত প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না” (সূরা ইউসুফ- ১০৩)

অধিকাংশ মানুষই সত্য বিশ্বাস করবেনা!

অধিকাংশ মানুষই ভুল পথে হাটবে!

তাহলে আপনি অধিকাংশ মানুষের রাস্তায় কেনো চলছেন?

কেবল কোরআন ও সুন্নাহের রাস্তায় চলা উচিত নয় কি? যা কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয় থাকবে!…

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

“আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!”

(সূরা ইউসুফ, আয়াত ৮৬)।

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন!!

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে,

“আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!”

(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)।

কিন্তু আমরা অন্য মানুষদের থেকে সমবেদনা নিয়ে খুশি থাকতে চাই যা আমাদের কখনোই করা উচিত নয়।।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক! (আমিন)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty + 20 =