মহানবী (সা:) মেরাজ থেকে আসার পড়ে দরজা বন্ধ করে কান্না করতে ছিলেন

0
46

যখন তার মেয়ে ফাতেমা (রাঃ) এসে জিজ্ঞেস করলেন বাবা আপনার কি হয়েছে? মহানবী (সাঃ) দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভাল লাগলো কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো, মা আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না। আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে।

নিছে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে। কিন্তু কোন ফেরেশতারা তাদের আগুন এক মিনিটের জন্য বন্ধ করে না। যখন আমি জিবরাইল (আঃ) কে জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন?? তখন জিবরাইল (আঃ) বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলতো না। যে নারী রাস্তা ঘাটে চুল বের করে হেঁটেছে।

যে নারী এমন পোশাক পরেছে যা ছেলেদের আকর্ষিত করে। এসব শুনে ফাতেমা (রাঃ) বললেন বাবা আমি নিজে পর্দা করি। তবুও আজ থেকে এমন,,পর্দা করবো যেন সকল মুসলিম মা-বোনেরা আমার মতই পর্দাশীল নারী হয়ে ওঠে। হে আল্লাহ! আমাদের সব বোনকে পর্দা করার তৌফিক দান করুন, আমীন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − 8 =