পঞ্চগড়ে মোবাইল কোর্টে দুই ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা

0
20

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযানকালে অবৈধভাবে চালিত দুই ইটভাটার কাছ থেকে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২০ মার্চ) পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, মেসার্স বি*বি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা ও মেসার্স পিডিপি ব্রিকস নামক ইটভাটার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক আদায় করা হয়।

অভিযানকালে জেলা পুলিশ, পঞ্চগড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দেবীগঞ্জ এর একদল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight − 5 =