হাতিরঝিলের রেলিং ভেঙ্গে গাড়ি এক্সিডেন্ট

0
2097

অপরাধ বিচিত্রাঃ রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে চারজন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া১০টার দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান ও রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন- সাদমান, তার বন্ধু ফায়েক, বান্ধবী আনিতা এবং চালক ওসমান। এর মধ্যে সাদমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদের ভাতিজা

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি এলিয়ন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় হঠাত প্রচণ্ড শব্দ শোনা যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। রামপুরা থানার ওসি প্রলয় কুমার বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানের আগেই পথচারীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে আমরা গাড়িটি উদ্ধার করেছি। সেটি এখন আমাদের হেফাজতে আছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 4 =