ডিএমপি’র ট্রাফিক অভিযানে ৬ হাজার ৫শ ১০ মামলা

0
492

অবি ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৫১০ মামলায় ৩৩,৯৮,২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩৭ টি গাড়ি ডাম্পিং ও ৮২৯ টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩০১ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৮ টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১১ টি, স্টিকার ব্যবহার করার জন্য ৩ টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৮৫৫ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২৮ টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩১ টি মামলা দেওয়া হয়।

২৮ জানুয়ারি, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − nine =