বৈশাখে

0
608

লেখক : ফাতেমা মিতু

তোমায় নেব আমার নয়নপুরে,

অলস দুপুর ক্লান্ত ঘুঘুর সুরে।

শাল গজারির ঘন নিবিড় ছায়ায়,

বাঁধবো দেখো স্নিগ্ধ শীতল মায়ায়।

মেঘের হাওয়া ঝড়কে যখন ডাকে,

বৈশাখের  সেই আম কুড়ানো বাগে।

কড়কড়ে ঐ বাজের শব্দ শুনে,

জড়িয়ে ভয় ভাঙ্গাবো আনমনে।

কোচড় ভরে তুলবো আমের রাশি,

থাকবে সাথে অবোধ সুখের হাসি।

প্রাপ্তি গুলো স্মৃতির মণির মত,

তুলবো গুনে হৃদ গহীনে যত।

তপ্ত দহন উড়িয়ে নিলে বায়ে,

ফিরব বাড়ি দু’জন পায়ে পায়ে।

তৃপ্ত দু’চোখ ঝিলিক দেবে জানি,

সভ্যতার ঐ ডিঙানো উঠানখানি।

পেরিয়ে যাব ঠিক দুজনে মিলে,

বৈশাখেরই ক্লান্তি যাব ভুলে।

ভ্যাপসা  গরম লাগলে তোমার গায়ে,

জুড়িয়ে দেব তালপাতার ঐ বায়ে।

উড়িয়ে নেয়া গজারি ফুলের মত,

চরকি হয়ে উড়বো অবিরত।

তোমায় নেব ঐ বোশেখের দিনে,

অনেক যুগের পরেও ঠিক চিনে।

ভয়- শঙ্কার  অলুক্ষণে শ্বাস,

মিটিয়ে দেবে জাগাবে নতুন আশ।

আবার যেদিন বোশেখ আসবে ঘরে,

 তুলবে গলা নতুন গীতের স্বরে।

পুড়িয়ে নাহয় জুড়াক তপ্ত হৃদয়, নতুন  করে হাল খাতাতেই জয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 14 =