উযূ করার পর দুআ পাঠ করা

0
420

হযরত উমর ইবনে খাত্তাব (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: কোন ব্যক্তি যদি খুব ভালো করে উযূ করে এই দু‘আ পাঠ করে তবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে এবং যে দরজা দিয়েই সে ইচ্ছা করবে সেটি দিয়েই জান্নাতে প্রবেশ করবে।

আমি সাক্ষ্য দিচ্ছি— আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি এক তাঁর কোন শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা:) তাঁর বান্দা ও রাসূল। হে আল্লাহ! আমাকে তওবাকারীদের মধ্যে শামিল কর আর পবিত্রগণের অন্তর্ভুক্ত কর।

আমরা বেশি বেশি উযূও দুআ পাঠ করবো। উযূ শেষে এই দোয়া পাঠ করলে জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে তার জন্য।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =