নিদ্রার কারণে উযূ করার বিধান

0
371

হযরত ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন রাসূলুল্লাহ (সা:) কে সিজদারত অবস্থায় ঘুমুতে দেখতে পেলেন। এমন কি তখন তাঁর শ্বাস- প্রশ্বাসের আওয়াজ শুনা যাচ্ছিল। অত:পর তিনি দাড়ালেন ও সালাত আদায় করলেন। ইবনে আব্বাস (রা:) বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসুল, আপনি তো ঘুমিয়ে পড়ছিলেন।

তিনি বললেন: শুয়ে না ঘুমালে উযূ ওয়াজিব হয় না। কারণ শুয়ে ঘুমালে শরীরের জোড়াগুলি ঢিলে হয়ে যায়।

হযরত  ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ (সা:) এর সাহাবীগণ ঘুমিয়ে পড়তেন অত:পর উঠে সালাত আদায় করতেন; কিন্তু উযূ করতেন না।

ইমাম তিরমিযী (র:) বলেন এই হাদিসটি হাসান সহীহ। সালিহ ইবনে আবদুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন: বসা অবস্থায় ইচ্ছা করে ঘুমিয়ে পড়া সম্পকে  ইবনে মুবারকের  নিকট আমি জিজ্ঞাসা করেছিলাম। জবাবে তিনি বলেন: তার জন্য উযূ করা জরুরী নয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − seven =