চামড়ার মোজায় মাসেহ করা

0
321

হযরত হাম্মাম ইবনুল হারিছ (রা:) থেকে বর্ণিত তিন বলেন যে জারীর ইবনে আবদুল্লাহ (রা:) পেশাব করলেন, তারপর উযূ করলেন একং তাঁর চামড়ার মোজায় মাসেহ করলেন। তাকে বলা হলো আপনি এ কি করছেন?

তিনি বললেন: এ থেকে কেন আমি বিরত থাকব! আমি তো রাসূলুল্লাহ (সা:) কে এভাবে করতে দেখেছি।

বর্ণনাকারী ইবরাহীম (রা:) বলেন জারীর (রা:) থেকে বর্ণিত এই হাদীস লোকদেও নিকট খুবই পছন্দনীয় ছিল। কারণ তিনি সূরা মায়েদা নাযিল হওয়ার পর ইসলাম গ্রহণ করেছিলেন।

শাহ ইবনে হাওশাব (রা:) থেকে তিনি বলেন আমি জারীর ইবনে আবদুল্লাহ (রা:) কে উযূ করতে দেখেছি। তিনি তাঁর চামড়ার মোজার উপর মাসেহ করেছেন। তখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (সা:) কে উযূ করতে দেখেছি। তিনি চামড়ার মোজায় মাসেহ করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =