পানি না পাওয়া গেলে অপবিত্র ব্যক্তির তায়াম্মুম করা

0
368

হযরত আবূ যর (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন: দশ বছর ধরেও যদি পানি না পায় তা হলেও একজন মুসলিমের জন্য পাক মাটি পবিত্রতার উপকরণ বলে বিবেচ্য হবে। পরে যখন সে পানি পাবে তখন তা দিয়ে স্বীয় শরীর ধুয়ে নিবে। এটাই তার জন্য উত্তম। উক্ত বিষয়ে আবূ হোরায়রা, আবদুল্লাহ ইবনে আম্র ও ইমরান ইবনে হুসাইন (রা:) থেকেও হাদীস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (র:) বলেন এই হাদিসটি হাসান ও সহীহ।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

অপরকে হাদিসের দাওয়াত দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 + 10 =