পুরুষের মত কোন মহিলার স্বপ্নদোষ হলে করণীয়

0
276

হযরত উম্মে সালমা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, উম্মু সুলাইম বিনতে মিলহান নবী (সা:) এর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল, আল্লাহ তো সত্য বলার ব্যাপারে কোন লজ্জা করেন না। পুরুষদের মত কোন মহিলার স্বপ্নদোষ হলে সেই মহিলার উপরও কি গোসল ফরয হবে? রাসূলুল্লাহ বললেন: হ্যাঁ, যদি সে পানি (মনী) দেখতে পায় তবে অবশ্যই যেন সে গোসল করে নেয়। হযরত উম্মে সালমা (রা:) বলেন যে। আমি উম্মে সুলাইমকে বললাম: হে উম্মে সুলাইম, মেয়েদের তুমি লজ্জায় ফেললে। ইমাম তিরমিযী (র:) এর মতে এই হাদিসটি হাসান ও সহীহ।

(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

অপরকে হাদিসের দাওয়াত দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =