ইসতিহাযায় আক্রান্ত মহিলার প্রত্যেক সালাতের জন্য উযূ করা

0
337

হযরত আবিদ ইবনে ছাবিত- তার পিতা-পিতামহ- এর সূত্রে বর্ণনা করেছেন, ইসতিহাযায় আক্রান্ত মহিলা সম্পর্কে নবী (সা:) বলেছেন, পূর্বে তার হায়েযের যে নির্ধারিত দিনগুলো ছিল সেই দিনগুলোর সালাত সে ছেড়ে দিবে। নির্ধারিত দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য উযূ করে নিবে আর যথারীতি সিয়াম ও সালাত আদায় করতে থাকবে।

ইমাম আহমদ ও ইসহাক বলেছেন: মুস্তাহাযা মহিলা যদি প্রত্যেক সালাতের জন্য গোসল করে নেয় তবে সেটি হবে তার জন্য সতর্কতামূলক পন্থা। আর প্রত্যেক সালাতের জন্য উযূ করে তার জন্য যথেষ্ট হবে। তবে দুই সালাতের জন্য যদি একবার গোসল করে তাও যথেষ্ট হবে।

(তিরমিযী শরীফ: হাদিস নং: ১২৮)

(আমরা হাদিস বেশি বেশি পড়বো। হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − one =